মোঃ ফাহিম চৌধুরী
সাভার উপজেলা প্রতিনিধি
ঢাকা সাভারের মজিদপুরে ভাড়া বাসার ফ্ল্যাটে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কু*পিয়ে হত্যার অভিযোগে মেয়েকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে মজিদপুরের কাঠালবাগান এলাকায় আব্দুল কাদেরের বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাটে নিজের মেয়ে হাতে ছুরি আঘাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরিপূর্ণ মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যাকারী নিজেই নিজেই জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানায়। পরে জান্নাতকে আটক করে পুলিশ।
আটকৃত জান্নাত জাহান শিফা জানান, গতকাল রাতে ভাতের সাথে ২০ টি ঘুমের ঔষধ মিশিয়ে তার বাবাকে খাবার খাওয়ান তিনি। পরে পিতা ঘুমিয়ে পড়লে ভোর ৪ টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কু*পিয়ে মৃ*ত্যু নিশ্চিত করেন। এরপর ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানান তিনি।
পুলিশ জানায়, ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় পিতা আব্দুস সাত্তারের বিরুদ্ধে ধ*র্ষণের মামলা করেছিলো মেয়ে জান্নাত জাহান শিফা। সেই মামলায় পিতা সাত্তার দীর্ঘ দিন কারাবাসের পর বের হয়ে আবারো মেয়ের সাথে ৫ মাস পূর্বে সাভারে বসবাস শুরু করে। সেই মামলার সূত্র ধরেই পিতার সাথে মেয়ে জান্নাতের মিল হচ্ছিল না।
তবে এর পিছনের মূল রহস্য এখনো জানা যায়নি।