আবু বক্কর সিদ্দিক উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে ভুয়া পিতা-মাতার পরিচয় ব্যবহার করে জন্মনিবন্ধন সনদ তৈরি করার গুরুতর অভিযোগ উঠেছে জালিয়াপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মো: সিকদার হোসাইন এর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দফাদার আকতার মিয়া ও ১ নং ওয়ার্ডের মেম্বার সিকদার হোসাইন সহ সংঘবদ্ধ চক্র
পরিকল্পিতভাবে জালিয়াতির মাধ্যমে একাধিক জন্মনিবন্ধন সনদ তৈরি করেছে।
এ বিষয়ে ০১ নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল কালাম জানান,“আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। কেউ যদি ভুয়া তথ্য দিয়ে জন্মনিবন্ধন করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে দফাদার আকতার হোসেন থেকে বক্তব্য নিতে গেলে তিনি বলেন আমি সনাক্ত করেছি মেম্বার এর চাপে, মেম্বার কন্ট্রাকে আমাকে দিয়ে অনেক এরকম সই করে নিয়েছে।
যা আমার দোষ নেই।
এ বিষয়ে সাজনো পিতা মোহাম্মদ আবু তাহের বলেন মুশারফ মুনতাহিম তিশা নামের আমার কোন মেয়ে নেই।আমার আইডি কার্ড মেম্বার চেয়েছে আমি দিয়েছি।
মোহাম্মাদ তারিকুল ইসলাম ইউনিয়ন পরিষদের (সচিব) জানান, প্রাথমিক তদন্তে কয়েকটি জন্মনিবন্ধনে অস্বাভাবিক তথ্য পাওয়া গেছে। বিশেষ করে, পিতা-মাতার নাম ও ঠিকানা যাচাই করতে গিয়ে মিল পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন রেজিস্টার ও ডিজিটাল ডাটাবেস খতিয়ে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায় জন্মনিবন্ধনে ভুয়া তথ্য প্রদান বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়ে সতর্কতা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন চৌধুরী বলেন,বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।