আলফাজ উদ্দিন স্বপন গাজীপুর
শুক্রবার (১০ মে) রাত ১০টার দিকে উপজেলার লোহাগাছ ফালু মার্কেট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ জয় (১৫) নামে এক যুবক'কে ছুরি আঘাতে হত্যা ঘটনা ঘটেছে।
নিহত জয় লোহাগাছ ফালু মার্কেট এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
স্থানিয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে লোহাগাছ সরকার মার্কেট এলাকায় জয়ের সাথে কথা কাটাকাটি হয় একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হক (২২)এর। কথা কাটাকাটির এক পর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে ছুরি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তাৎক্ষণিক স্থানীয়রা জয়কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাকে গাজীপুর সদর হাসপাতলে রেফার্ড করে। রাত ১২ টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়!