বাদশা আলমগীর :
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও টেপেন্টাডল ট্যাবলেট সহ তিনজম গ্রেফতার হয়েছে।
গতকাল শনিবার (১০ মে)
গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো: ইকবাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স, অন্তর হোসেন, মামুন রহমান, মেহেদী হাসান ও মোঃ জাহিদুল ইসলাম এদের সমন্বয়ে একটি টিম গঠন করে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন দৌলতখালী (গোডাউন বাজার) আসামি মো: রজিমুদ্দিন(৫৩) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার হয় এবং ২৫০ গ্রাম গাঁজা যার আনুমানিক মূল্য ১০,০০০(দশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এদিকে আরও দুটি অভিযানে কুষ্টিয়ার ভেড়ামারা থানা থেকে রকিবুল ইসলাম (৫০) ও জাহিদুল ইসলাম (৩২) কে ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রজিমুদ্দিন(৫৩) মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসত বাড়িতে সংরক্ষণ করার অপরাধে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা করা হয়েছে।
এদিকে আসামি রকিবুল ইসলাম (৫০) ও জাহিদুল ইসলাম (৩২) কে বিভিন্ন ধারাই দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মো: আনোয়ার হোসাইন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভেড়ামারা, কুষ্টিয়া
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে আমাদের এমন অভিযান চলমান থাকবে।