প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসী হামলা ও ভূমি দখলের হুমকিতে আতঙ্কে পরিবার, প্রশাসনের নিরবতায় ক্ষুব্ধ ভুক্তভোগী

মোঃ নিজাম উদ্দিন হারুনঃ

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদ খালী ইউনিয়নের এক নিরীহ মোটরসাইকেল চালক মোঃ ইদ্রিস হাওলাদার তার ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান তালুকদার ও তার অনুসারীরা তার পৈত্রিক জমি দখল করতে ব্যর্থ হয়ে সন্ত্রাসী কায়দায় হামলা ও ভয়ভীতি প্রদর্শন করছেন।

ভুক্তভোগী ইদ্রিস হাওলাদারের লিখিত অভিযোগ অনুযায়ী, তার দূরসম্পর্কের চাচা একজন সৌদি প্রবাসী এবং সম্পদশালী। সেই কারণে তার প্রতিবেশী আল-আমীন তার বসতবাড়ি এবং পৈত্রিক সম্পত্তির উপর নজর দেয়। বারবার চাপ প্রয়োগের পরেও ইদ্রিস হাওলাদার জমি বিক্রি না করায়, আল-আমীন ও বিএনপি নেতা মিজানুর রহমানের মধ্যে তিন লক্ষ টাকায় জমি দখলের একটি চুক্তি হয় বলে অভিযোগ।

২০২৫ সালের ২৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে মিজানুর রহমানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসী দল ইদ্রিস হাওলাদারের বাড়িতে হামলা চালাতে আসে। সে সময় ইদ্রিস বাইরে থাকলেও তার স্ত্রী ও ছোট দুটি সন্তান বাড়িতে অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে মালামাল নিয়ে যায় এবং স্ত্রীকে এলাকা ছাড়ার হুমকি দেয়। তার চিৎকারে এলাকাবাসী জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরদিন (৩০ এপ্রিল) আবারও শতাধিক লোক নিয়ে মিজানুর রহমান হামলার চেষ্টা করলে ইদ্রিসের স্ত্রী ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকে। মঠবাড়িয়া থানা থেকে পুলিশ পৌঁছালে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

এরপর থানায় অভিযোগ করতে গেলে ওসি অভিযোগ নিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী জানায়, এক পর্যায়ে এসআই শহিদ অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন। থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হলেও পরবর্তীতে মামলা নিতে অপারগতা প্রকাশ করে পুলিশ।

এদিকে অভিযোগ রয়েছে, এএসআই রিয়াজুল তদন্ত করে ঘটনার সত্যতা পান। কিন্তু এরপরও মিজানুর রহমান ও তার অনুসারীরা ইদ্রিস হাওলাদারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিতে থাকে।

মোঃ ইদ্রিস হাওলাদার বলেন, "আমি একজন সাধারণ মানুষ। আমার ছোট দুটি বাচ্চা আর স্ত্রী নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। সন্ত্রাসীদের ভয়ে রাতে ঘুমাতে পারি না। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুবিচার চাই।"

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে এলাকাবাসী জানান, ইদ্রিস হাওলাদার একজন শান্তিপ্রিয় মানুষ। তার উপর এমন বর্বর হামলা অত্যন্ত নিন্দনীয় এবং প্রশাসনের নিরবতা হতাশাজনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়