প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ জন কারাগারে

বাদশা আলমগীর :
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও টেপেন্টাডল ট্যাবলেট সহ চারজন গ্রেফতার হয়েছে। 

গতকাল রবিবার (১১ মে) 
গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো: ইকবাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে কুষ্টিয়া সদর থানার জুগিয়া, জগতি ও চৌড়হাস এলাকা থেকে ৪০(চল্লিশ) পিচ টেপেন্ডাডল ও ১০০(একশত) গ্রাম গাঁজা সহ ৪ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ধারাই দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানো হয়। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১)মো: জনি ইসলাম (৩০), পিতা-মো: জাহের হোসেন, জুগিয়া মন্ডলপাড়া,কুষ্টিয়া সদর। ২) মো: লাল্টু(৩৬), পিতা,: মৃত হাকিম,চৌড়হাস,কুষ্টিয়া সদর। ৩) মো: জহুরুল ইসলাম (৩৬), জগতি মঙ্গল পাড়া,  কুষ্টিয়া সদর। ৪) মো: সজল (২৫), পিতা: জহুরুল ইসলাম, জুগিয়া, কুষ্টিয়া সদর। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন, মো: জাহিদ হাসান,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে আমাদের এমন অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়