প্রকাশিত : ১২ মে, ২০২৫, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭, অভিযুক্তদের বাড়িতে আগুন

বগুড়ায় যুবককে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন

মো:ওসমান গণী: শিবগঞ্জ উপজেলা (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১১ মে) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ একই গ্রামের মৃত হাসান আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম, বোন শেফালি ও চাচাতো ভাই শহিদুলসহ অন্তত আটজন গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, মাসুদের সঙ্গে একই গ্রামের মতিয়ার রহমান মতিনের বাড়ির পাশের এক শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে উভয়পক্ষ আমিন ডেকে শালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করে। কিন্তু মীমাংসা না হওয়ায় বিকেলে মতিয়ার তার লোকজন নিয়ে মাসুদ ও তার পরিবারের সদস্যদের উপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১২ মে) ভোরে মারা যান মাসুদ রানা।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের দুটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম জানান, মাসুদ হত্যার ঘটনায় ৩ নারীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়