প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার শিবগঞ্জে ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা

বগুড়ার শিবগঞ্জে ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা

মো:ওসমান গণী :শিবগঞ্জ উপজেলা (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামে কৃষি ফসল ধ্বংস করে জমি দখলের চেষ্টার এক মর্মান্তিক অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে সোমবার (১২ জুন) গিয়ে জানা যায়, পার রায়নগর মৌজা ও জেল নং ২৩৪, সিএস নং ১৪৭, এমআর ২৩৯, বর্তমান খতিয়ান নং ৭৭৬-এর আওতাধীন পৈতৃক সূত্রে প্রাপ্ত ২২ শতক জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন স্থানীয় বাসিন্দা জামাতুল্লার পুত্র তোজাম্মেল হক, ইসমাইলের পুত্র আব্দুর রহিম ও আব্দুল হান্নান এবং মৃত আহম্মেদ আলীর পুত্র বাইজিদ হোসেনের ছেলে জাইদুল ইসলাম। সেখানে তারা নেপিয়ার ঘাস, মরিচ ও ধইঞ্চা গাছের চাষ করছিলেন।

কিন্তু (১১ মে) রবিবার বিকালে হঠাৎ করে একই গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র ছামাদ আলী ও ছাদেক আলী, তাদের মেয়ে আছিমা বেগম, রুবি বেগম, মন্টু মিয়া, মুকুল মিয়া, জহুরুল ইসলাম, সাইদ ইসলাম, লিটন, তারিকুল ইসলামসহ একটি দল উক্ত জমিতে গিয়ে লাগানো ফসলের উপর বিষাক্ত মরণাশক স্প্রে করে ফসল নষ্ট করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জমি দখলের উদ্দেশ্যেই তারা এ ঘৃণ্য কাজটি করেন।

ফসল নষ্ট করার সময় জমির প্রকৃত মালিকপক্ষ বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি,দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক এবং ভুক্তভোগী কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক

  • সর্বশেষ
  • জনপ্রিয়