প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে খুন, গ্রেপ্তার ৭

বগুড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে খুন

রবিউল ইসলাম সাজু, বগুড়া 

বগুড়ার শিবগঞ্জে জমি- জমা সংক্রান্ত বিরোধের জেরে মাসুদ (৩৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  নিহত মাসুদ সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত. হোসেন আলীর ছেলে।  

এর আগে, রবিবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে মারপিটের ঘটনা ঘটে।  হামলায় তার মা মনোয়ারা বেগম, বোন শেফালি, চাচাতো ভাই শহিদুলসহ আরও ৫ জন গুরুতর আহত হন।

স্হানীয়  সূত্রে জানা যায়, মাসুদের সঙ্গে একই গ্রামের মতিয়ার রহমান মতিনের বাড়ির  জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে সালিশের মাধ্যমে জমি মাপযোগ করে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু তা ব্যর্থ হলে  মতিয়ার ও তার অনুসারীরা মাসুদের পরিবারকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মাসুদ মারা যান।

মাসুদ মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা  অভিযুক্ত ইয়াকুব ও মতিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ  ও ভাঙচুর করে । এঘটনায় নিহতের ভাগ্নি ইসমত আরা বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে শিবগন্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শিবগন্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার  রবিউল ইসলাম জানান, পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ৩ নারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৩ জন পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে  ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়