বাদশা আলমগীর :
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও টেপেন্টাডল ট্যাবলেট সহ সাতজন গ্রেফতার হয়েছে।
গতকাল সোমবার (১২ মে)
গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো: আবুল কালাম আজাদ (ক-সার্কেল) ও উপ-পরিদর্শক মো: ইকবাল হোসেন (খ-সার্কেল) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে কুষ্টিয়া সদর থানাধীন আমলাপাড়া ও মিলপাড়া, মিরপুর থানাধীন কাটদহচর এবং কুমারখালি থানাধীন ছেউড়িয়া
এলাকা থেকে ৬৫ (পঁয়ষট্টি) পিচ টেপেন্ডাডল ও ১৪০(একশত চল্লিশ)) গ্রাম গাঁজা সহ ৭ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ধারাই দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১)মাসুদ রানা(৪২) পিতা: আনিছুর আলী, আমলাপাড়া, কুষ্টিয়া। ২) তানজিম আহমেদ রিজভি, পিতা: শাহজাহান আলী, আমলাপাড়া, কুষ্টিয়া। ৩) সোহেল রানা(৩৭), পিতা: মৃত মোস্তফা শেখ, আমলাপাড়া,কুষ্টিয়া। ৪) জাসির করিম(৪৫), পিতা: মোফাজ্জেল করিম, আমলাপাড়া,কুষ্টিয়া। ৫) শাহবুল হোসেন(৩২), পিতা: মৃত মোশাররফ হোসেন, কাটদহচর,মিরপুর,কুষ্টিয়া। ৬) মো: রনি(৩৫), পিতা : মজিবর মিয়া,
ছেউড়িয়া,কুমারখালি, কুষ্টিয়া। ৭) রনি আলী(৩১), পিতা: লকাই আলী, উত্তর মিলপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, মো: জাহিদ হাসান,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে আমাদের এমন অভিযান চলমান থাকবে।