তাহের তারেক
ঢাকা জেলার সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের কর্মকর্তা মহিদুর রহমান জয়সহ ৫ জনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
সাভার বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকা বন বিভাগের জমি দখলের চেষ্টা, বাঁধা দেওয়ায় বনবিভাগের বিট কর্মকর্তাসহ ৫ জনকে কুপিয়ে আহত করেছে দখলকারীরা।
শুক্রবার ১৬ ই মে বিকেলে সাভারের ছোট কালিয়াকৈর বন বিভাগের জমিতে লোকমান ঢালী ও তার ছেলেসহ দলবল নিয়ে বনবিভাগের পাশের জমি দখল করে বেড়া ও সাইনবোর্ড লাগাতে যায়।এমন খবর পেয়ে বন বিভাগের বিট অফিসার মহিদুর রহমান জয় সহ তার সঙ্গীও ফোর্স বাধা দিতে গেলে তাদের উপর দেশীয় অস্ত্র সস্র দিয়ে হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য আনা হলে মহিদুর রহমান জয় এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা সোরওয়ারর্দী হাসপাতালে রেফার্ড করা হয়। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসার উদ্দ্যেশে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ঘটনাটি জানতে পেরেছি, এই বিষয়ে আহতদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয় নাই অভিযোগ পেলে আইননাগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি বিরুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শরীফুর রহমান শরীফের কাছে জানতে চাইলে তিনি বলেন বিট সংশ্লিষ্ট মোঃ ওয়াহিদুজ্জামানের কাজ থেকে ফোনের মাধ্যমে আমি ঘটনার খবর জানতে পাই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।