বিশেষ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া :
১৭মে রাতে নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম হতে র্যাব -পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে ।
গত ১ এপ্রিল দুপুরে উপজেলার ধরমন্ডল গ্রামে ২দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের পল(বর্ষা) আঘাতে গুরুতর আহত হয় মৃত রইছ আলীর স্ত্রী রোকেয়া বেগম(৬০), পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন রোকেয়া। নিহত রোকেয়ার ছেলে মো: সেলিম মিয়া বাদী হয়ে ০৯ এপিল তারিখে ১টি হত্যা মামলা দায়ের করেন নাসিরনগর থানায় ।
গত ১৭ মে গভীর রাতে র্যাব- পুলিশের যৌথ একটি টিম অভিযান চালিয়ে ধরমন্ডল গ্রাম হতে এই মামলার প্রধান আসামী বদরুল মিয়া (৩০),সহ আসামী মাফিয়া বেগম (২৮) এবং গিয়াস উদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে ।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন ।