প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুফি ভাবনার শতদল: খাজা চিশতি (র.)-এর আলোকে সেমিনার

মাসুম বিল্লাহঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে “খাজা মুঈনুদ্দিন চিশতি (র.)-এর ধর্মীয় চিন্তা ও দর্শন” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। আগামী ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন-এর এক যুগ পূর্তি উপলক্ষে ছয় মাসব্যাপী যে ধারাবাহিক কর্মসূচির আয়োজন করা হয়েছে, এটি তার প্রথম আয়োজন। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে সুফি চিন্তা ও দর্শনের ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান প্রাসঙ্গিকতা তুলে ধরা হবে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মোহাম্মদ আহসানুল হাদী, সহযোগী অধ্যাপক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মূল আলোচনায় থাকবেন প্রফেসর ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, এবং আলোচক হিসেবে অংশ নেবেন খাজা ওসমান ফারুকী (খাজা'জী), চেয়ারম্যান, সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম শমশের আলী। স্বাগত বক্তব্য রাখবেন প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান এবং সভাপতিত্ব করবেন ড. মুমিত আল রশিদ, চেয়ারম্যান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ।

আয়োজক পক্ষ জানিয়েছে, এই আয়োজনে আগ্রহী সবার উপস্থিতি স্বাগত এবং অংশগ্রহণ সেমিনারটিকে আরও প্রাণবন্ত করে তুলবে। সুফিবাদ ও ইসলামী চিন্তার প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে বলে তারা আশাবাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়