প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

কুষ্টিয়া প্রতিনিধি : এস এম বাদল ।।

কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ফেস্টিভালসহ নানা আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১০ টার সময় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে র‍্যালি শেষ হয়। র‍্যালি শেষে বর্ণাঢ্য আয়োজনে দশম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। সফলতার দশম বর্ষ পেরিয়ে এক দশকে প্রবেশ করেছে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নান্দনিক নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি বর্নিল আয়োজনে তাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। উত্তরণের যাত্রায় এক দশকে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এই স্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ব্যান্ডের তালে তালে আর ভুভুজেলা বাজিয়ে আনন্দ উল্লাসে কুষ্টিয়া বাসীকে তাদের সফলতার জানান দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে বক্তারা এ বিষয়ে প্রণবন্ত আলোচনা করেন। আলোচনা করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মান্যবর উপাচার্য প্রফেসর ড.মো: শাহজাহান আলী; একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম। রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ডিন, সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ, রমৈবি; প্রফেসর মোহাম্মদ আলী, ডিন, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ, রমৈবি  এবং প্রফেসর নূরউদ্দিন আহমেদ, ইংরেজি বিভাগ, রমৈবি । রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপন কমিটি ২০২৫ এর আহবায়ক এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক জাহিদুল আমিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভাস্থলে বাংলা বিভাগের প্রভাষক জনাব আব্দুল গফফার এবং ইংরেজি বিভাগের প্রভাষক জনাব আনিকা আনজুম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং আলোচনা সভা পরবর্তী দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জনাব মো: নুরুল ইসলাম। পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগীত বিভাগের শিক্ষার্থী মনিকা বোস। অনুষ্ঠানমালাটি পরিচালনা ও সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক জনাব মোফরাদ হোসেন। সার্বিক সহায়তায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিওটি এর সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী সকল সদস্যবৃন্দ, পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় স্কাউটস গ্রুপের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়