রবিউল ইসলাম সাজু, বগুড়া
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, গুজব প্রতিরোধে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। বিগত দিনে কিছু হলুদ সাংবাদিকরা গণমাধ্যমকে গুজবের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। গুজব প্রতিরোধে সাংবাদিকরাই সত্য সংবাদ পরিবেশন ও সাধারণ মানুষের কাছে প্রকৃত ঘটনা উপস্থাপন করতে পাবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে যেন দাবি আদায়ের মৌসুমে পরিণত হয়েছে।
৫ আগষ্টের পর প্রতিনিয়ত বিভিন্ন দাবি নিয়ে সরকারকে অস্থিতিশীল করতে একটি মহল মাঠে সক্রিয় রয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষ করতোয়া অডিটোরিয়ামে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধে ভূমিকা শীর্ষক গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম। আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশদাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক মির্জা সেলিম রেজা, মহসিন আলী রাজু, আব্দুর রহিম বগড়া, আবুল কালাম আজাদ, রাহাত রিটু, শফিকুল ইসলাম শফিক, মমিনুর রশিদ তালুকদার শাহিন, টিএম মামুন, হাবিবুর রহমান আকন্দ প্রমূখ।