প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ওয়াহেদ ফকিরের  মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন 

রবিউল ইসলাম সাজু, বগুড়া 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত স্থানীয় মুক্তজমিনের সাংবাদিক ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তি ও বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দিনের প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় সাংবাদিকরা।

৫ মে সোমবার  দুপুর ১টায় শহরের সাতমাথায় বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওয়াহেদ ফকিরকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

গত শনিবার রাতে শহরের সাতমাথা এলাকা থেকে ওয়াহেদ ফকিরকে আটক করে বগুড়া সদর থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ, তিনি ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন একটি পোস্ট দিয়েছেন।

জানা গেছে, আটক হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর শাজাহানপুর উপজেলার  পলাশ কুমার মহন্ত বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর আগে ধর্মীয় সম্প্রদায়ের নেতারা মামলা করার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

সোমবার সকালে বগুড়া সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওয়াহেদ ফকিরের জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন সাংবাদিকরা। সাংবাদিকরা অভিযোগ করেন, কোনো মামলা কিংবা ওয়ারেন্ট ছাড়াই একজন সাংবাদিককে গ্রেপ্তার করে ওসি এসএম মঈনুদ্দিন আইন অমান্য করেছেন এবং ফ্যাসিবাদী আচরণ করেছেন।

সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া  প্রেস ক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু,  মীর সাজ্জাদ আলী সন্তোষ, এফ শাহজাহান, সৈয়দ ফজলে রাব্বী ডলার, মোমিনুর রশীদ সাইন, আবুল কালাম আজাদ, ফেরদৌসুর রহমান মাহফুজ মণ্ডল,  তানভীর আলম রিমন প্রমুখ। তারা বলেন, ওয়াহেদ ফকির নিয়মিতভাবে পুলিশের অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখে আসছিলেন। এ কারণেই তাকে টার্গেট করা হয়েছে।

বক্তারা অবিলম্বে তার মুক্তি ও দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ পরিচালনা করেন মানবজমিনের সাংবাদিক প্রতীক ওমর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়