আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি তাইজুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা জাফর আহমেদ, কেন্দ্রীয় মহাসচিব সৈকত হোসেন সাগরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। অবিলম্বে এই ঘটনার মূল হোতা কায়ছার রেজভী রিপন, হামলাকারী শিউলী মেম্বার, তার ছেলে কিশোর গ্যাং লিডার শিহাব, ছোট ছেলে ছোয়াদ, মাজিদুল ইসলাম ও সোহাগসহ জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
বক্তারা আরও বলেন, “সাংবাদিকরা যখন দুর্নীতির তথ্য সংগ্রহ ও প্রকাশ করে, তখনই দুর্নীতিবাজদের টার্গেটে পরিণত হন। সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা, মিথ্যা মামলা, এমনকি গুম-হত্যার মতো ঘটনা ঘটানো হয়। এভাবে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে।”
মানববন্ধনে বক্তারা সরকারের কাছে দাবি জানান—
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা
স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের পূর্ণ স্বাধীনতা প্রদান
সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন
দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা
তারা বলেন, “বিগত সময়ে সাংবাদিক দমনে ৫৭ ও ৩২ ধারা ব্যবহার করে বহু সাংবাদিককে হয়রানি ও কারাবরণ করতে হয়েছে। তাই বর্তমান সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাই, সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে।”
মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেন সাংবাদিকরা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”