প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় জাতীয় আইন সহায়তা দিবস পালিত

রবিউল ইসলাম সাজু, বগুড়া 

সোমবার ২৮ এপ্রিল নানা আয়োজনের মধ্যদিয়ে বগুড়ায় জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল- দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নেই।

জেলা লিগ্যালএইড কমিটির আয়োজনে সকাল ৯ টায় দিবসটির উদ্ভোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং  সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজএম এম মাহবুব ইসলাম। সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জিয়াউদ্দিন মাহমুদ, স্পেশাল জজ মোঃ শহিদুল্লাহ, নারী শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ আনোয়ারুল হক,অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইফতেখার আহমেদ, চীপ জুডিশিয়াল ম্যাজিষ্টেট মোঃ এ এস এম তাসকিনুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান,বার সমিতির সভাপতি আতাউর রহমান খান মুক্তা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়