নরসিংদী প্রতিনিধি: আরাফ জামিল সোহান
নরসিংদী জেলা কারাগারে বন্দি অবস্থায় রুকন মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রুকনের বাড়ি সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে। তিনি মোহাম্মদ আলীর ছেলে।
পরিবারের দাবি, রুকন সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং দীর্ঘমেয়াদি কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন না, কেবলমাত্র ডায়াবেটিস ছাড়া। নিহতের ভাই রুবেল বলেন, “আমার ভাইকে কারাগারে নির্যাতন করে হত্যা করা হয়েছে। না হলে হঠাৎ করে এমন মৃত্যু সম্ভব নয়।”
তিনি অভিযোগ করে জানান, “রুকন অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নেয়, কিন্তু আমাদের কিছুই জানানো হয়নি। পরে অন্য একটি মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে গেলে দেখি ভাইয়ের মরদেহ পড়ে আছে। আমরা কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা বিষয়টি ধামাচাপা দিতে চায়।”
অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. শামীম। তিনি জানান, “রুকন মাদক মামলার আসামি ছিলেন এবং হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
জেল সুপার আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে। তাকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
আপনি চাইলে এই প্রতিবেদনকে আরও সংক্ষিপ্ত, ভিডিও স্ক্রিপ্ট বা সোশ্যাল মিডিয়া পোস্ট আকারেও তৈরি করে দিতে পারি। কীভাবে ব্যবহার করতে চান?