মোঃ রিপন হাওলাদার:
রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মোঃ আরিফ সিকদার হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী শ্যুটার মাহফুজুর রহমান বিপুকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৩ এর একটি দল র্যাব-১০ এর সহযোগিতায় ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা থেকে গত ৩ মে রাতের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিপু (৪৮) রাজধানীর মিরপুর এলাকার মৈত্রী নিবাসের বাসিন্দা।
র্যাব জানায়, বিপু ও তার বাহিনী হাতিরঝিল ও মগবাজার এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এতে এলাকাবাসী ভীত ও অতিষ্ঠ হয়ে উঠেছিল।
গত ১৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলিস্থ 'দি ঝিল ক্যাফে'-এর সামনে যুবদল কর্মী মোঃ আরিফ সিকদারকে (২৬) গুলি করে হত্যা চেষ্টা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর নিহতের বোন মোছাঃ রিমা আক্তার বাদী হয়ে মাহফুজুর রহমান বিপুসহ কয়েকজনকে আসামি করে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২৪ এপ্রিল মামলাটির তদন্তভার ডিবি (তেজগাঁও বিভাগ) ডিএমপি'র কাছে হস্তান্তর করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত বিপুর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি ওয়ারেন্টভুক্ত মামলা এবং হাতিরঝিল থানাসহ মোট চারটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে গণমাধ্যম শাখা হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।