প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাংনীতে চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার অন্যতম আসামি বামুন্দি ইউপি চেয়ারম্যান কমল জেল হাজতে।

মোহাম্মদ সাজেদুল ইসলাম বুলু,গাংনী প্রতিনিধি:

বাংলাদেশের গর্বিত স্বাধীনতা যুদ্ধকালীন অস্থায়ী সরকার গঠনের পাদপীঠ মেহেরপুর জেলার, গাংনী উপজেলার, চরগোয়াল গ্রামের চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার  ১০ নম্বর আসামি ওবায়দুর রহমান কমলকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। সোমবার (০৫-০৫-'২৫) রৌদ্রকরোজ্জল দুপুরে বিজ্ঞ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দ্বিতীয়তে, আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ওবায়দুর রহমান কমল বামুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি রামনগর গ্রামের বাগুবিশ্বাসের ছেলে।

 আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর জেলার গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের ঈদগাহের গেট ভাঙ্গাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয় ।সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে গত ২৬/০২/২০২৫ তারিখ দুপুর বারোটার দিকে আসামীগন হৃদয়কে এলোপাতাড়ি পিটিয়ে আধুনিক সভ্য সমাজের সদস্য হওয়া সত্ত্বেও বর্বর যুগের ন্যায় নৃশংসভাবে হত্যা করে এবং সেই হামলায় একাধিক ব্যক্তি আহত হয়। এ হত্যা মামলার ঘটনায় নিহতের পিতা শাহাদত হোসেন বাদী হয়ে রামনগর গ্রামের আহমদ আলীর ছেলে জান্নাত কে ১ নং আসামি করে অন্য ১২ জন সহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করে -যার নম্বর ২৫, তারিখ২৭ - ০২-'২৫, 'ইং, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩০২/৪২৭/৫০৬/৩৪ দঃবিঃ।

এই মামলার ১০ নম্বর আসামি সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে আসামীর জামিন আবেদন নাকোচ করে তাকে মেহেরপুর জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

রাষ্ট্রপক্ষের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ছিলেন এ এস এম সাইদুর রাজ্জাক টোটন।

উল্লেখ্য, ঘটনার দিন (২৬ -০২-'২৫) বিকেলে মামলার এজাহার নামিয় প্রধান আসামি রামনগর গ্রামের আজাদ আলীর ছেলে জান্নাত ও মামলার ৬ নম্বর এজাহার নামীয় আসামি সাইদুর রহমান মিলন মেম্বারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।০৫/০৫/'২৫ইং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়