পিরোজপুর জেলা পুলিশ লাইন্স হাসপাতালে একটি নতুন প্যাথলজি ল্যাব উদ্বোধন করেছেন জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
বৃহস্পতিবার (৮ মে) সকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে ল্যাবটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ হাসপাতালের ইনচার্জ।
ল্যাব উদ্বোধনের পর, পুলিশ সুপার সেখানে উপস্থিত থেকে কয়েকজন রোগীর পরীক্ষার কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি বলেন, "এই ল্যাবের মাধ্যমে এখন থেকে পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা বিনামূল্যে প্যাথলজি সেবা পাবেন। হাসপাতালের মানোন্নয়নে ধাপে ধাপে আরও পদক্ষেপ নেওয়া হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, আরআই পুলিশ লাইন্স, হাসপাতালের পুলিশ পরিদর্শক, নবনিযুক্ত ফিজিওথেরাপিস্টসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।