প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরআরএফ বরিশালের কমান্ড্যান্টের সঙ্গে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

মোঃ নিজাম উদ্দিন হারুনঃ

পিরোজপুর সফরকালে বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট এবং অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

বৃহস্পতিবার (৮ মে ২০২৫) পিরোজপুর জেলায় আগমন উপলক্ষে অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সাক্ষাৎকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়