প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন

বাদশা আলমগীর(কুষ্টিয়া) 

আজ ২৫বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম 
জন্মবার্ষিকী উপলক্ষে কুঠিবাড়ীতে তিনদিনের জাতীয় 
অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ভার্সুয়ালী যোগ দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।

 সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভার্সুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: ফরহাদ সিদ্দিক, ভাষা বিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বক্তব্য রাখেন।
 
আলোচনা শেষে মূল মঞ্চে রবীন্দ্র সংঙ্গীত, কবিতা আবৃতি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক পরিবেশন করবেন কুষ্টিয়া জেলা ছাড়াও জাতীয় পর্যায়ের রবীন্দ্র শিল্পীরা। 
এর আগে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কন্ঠে জাতীয় ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। 


দর্শনাথীদের সুযোগ সুবিধা সৃষ্টির পাশাপাশি কুঠিবাড়িকে 
পুর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবী এই অঞ্চলের মানুষের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়