মোঃ নিজাম উদ্দিন হারুনঃ
আজ সকাল ৮টা থেকে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে আয়োজিত এই প্যারেডে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পিরোজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব বায়োজীদ ইসলাম।
প্যারেড পরিদর্শনের সময় পুলিশ সুপার মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা, শারীরিক ফিটনেস ও টার্নআউট পর্যালোচনা করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। তিনি যানবাহন শাখাও পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ইউনিফর্ম বিধিমালা, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) জনাব মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব সাবিহা মেহেবুবা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।