প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুনদের উদ্যোগে গ্রহণ করার জন্য ইউএনও প্রশংসায় ভাসছেন জনগণ ও পথচারীদের কাছে

এম এ ফয়সাল মুর্শেদ, স্টাফ রিপোর্টার:

নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়ার জেলার, নাসিরনগর উপজেলার জনগুরুত্বপূর্ণ নাসিরনগর টু মাধবপুর সড়ক,নাসিরনগর কলেজমোড় হতে মাধবপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার পথ জুড়ে সড়কটি চরম ভোগান্তি জনসাধারণের গাড়িসহ দূর্ঘটনা আর মরনফাঁদ খানাখন্দে ভরা সড়কটি বেহাল দশায় পরিণত হওয়ায়। প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

নাসিরনগরের বিগত সংসদ সদস্যদের মধ্যে প্রয়াত মন্ত্রী এডঃ ছায়েদুল হক,বহু আগে রাস্তাটি সংস্কার কাজ করেছিলেন। সেই সংস্কার করা রাস্তা ভেঙ্গে খান খান হয়ে বিলুপ্ত হয়ে গেছে,বিগত ৭ বছরে দুই দফা টেন্ডার হয়েছে এমনটা শোনা গেলেও সেই টেন্ডারের কাজ বাস্তবে বহুদূর, অনেকের কাছে শুভঙ্করের ফাঁকি যেমন সাবেক সংসদ সদস্য সংগ্রাম ১৮ কিলোমিটার রাস্তায় বিভিন্ন জায়গায় উদ্বোধনের নামে ৩টা তামাশার নেমপ্লেট বসিয়েছিলেন ফরহাদ হোসেন সংগ্রাম।

তবে সর্বশেষ সাংসদ একরামুজ্জামান সাত মাসের জন্য ক্ষমতায় গিয়ে টেন্ডার সম্পন্ন হওয়ার পরবর্তী সময়ে রাস্তার দুই ধারে গাছ কর্তন ও রাস্তার সামান্য কিছু কাজ শুরু করেন
দেশের ৫ ই আগস্ট সরকার পলায়নের পরে মাঝখানে কিছু সময় বিরতির পর আবারো কাজ শুরু হয়েছে।

এ পর্যন্ত নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর পর্যন্ত কারফেটিং করা হয়েছে নাসিরনগর সদর হতে ৯ কিলোমিটার রাস্তা পূর্বভাগ ইউনিয়ন ভূবন পর্যন্ত রাস্তাটি কার ফিটিং জন্য টেন্ডার হয়েছে,বাকি ৯ কিলোমিটার রাস্তাটি হরিপুর ও মাধবপুর পর্যন্ত রাস্তাটি মেরামত করার জন্য।
 
এ বিষয়ে গত ০৪/০৫/২০২৫ ইং তারিখে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন ও পূর্বভাগ ইউনিয়নের  তরুন,শিক্ষক, ছাত্রদের এক প্রতিনিধি টিম নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হাজির হয়ে একটি স্মারকলিপি দিয়ে থাকেন, দ্রুত এ রাস্তা নির্মাণ করে জনদূর্ভোগ লাঘব করতে লিখিত আবেদন করাহয়।
আবেদনকারীরা হলেন, মো. আরিফুর রহমান পিয়াস,এনায়েতউল্লাহ নোমানী,হামিদুর রহমান, আবুল কাশেম, অপু বিশ্বাস ও জুনাঈদ মিয়া।
তারা লিখিত ও মৌখিকভাবে ইউএনওকে নাসিরনগর টু মাধবপুর সড়কের বেহাল দশা জনদূর্ভোগ সম্পর্কে অবগত করেন। বিশেষ করে তারা জানান,নরহা থেকে হরিণবেড় পর্যন্ত রাস্তার অবস্থা অত্যান্ত নাজুক, রাস্তায় বড় বড় গর্ত ও ভাঙন, রাস্তাটি বিপদজনক ঝুকিপূর্ণ। এমতাবস্থায় 
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(শাহিনা নাছরিন) নবীন ও তরুনদের বলেন,রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, দ্রুত সময়ের মধ্যে এটি পুণঃ নির্মাণ করার ব্যাপারে তিনি তরুণ ছাত্রসহ এলাকাবাসীকে আশ্বস্ত করেন, এবং বড় বড় গর্তগুলা মেরামতের জন্য কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছেন দ্রুত গতিতে মেরামত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়