প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারামুক্ত হলেন সাংবাদিক ওয়াহেদ ফকির

রবিউল ইসলাম সাজু, বগুড়া 

বাউল গানের কলি ফেসবুকে পোস্ট করে  ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়ার দশ দিন পর সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকির জামিন পেয়েছেন।

 ১৩ মে  মঙ্গলবার বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান  তার জামিন মঞ্জুর করেন। ১৪ মে বুধবার সকালে বগুড়া জেলা কারাগার থেকে বের হন তিনি। কারাগার থেকে বের হওয়ারপর তাকে বরণ করেন সাংবাদিক নেতারা।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্যসচিব সবুরশাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক দুই সভাপতি এফ শাহজাহান ও সৈয়দ ফজলে রাব্বি ডলার, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের কলি লেখে পোস্ট করাকে কেন্দ্র করে গত ৩ মে আব্দুল ওয়াহেদ ফকিরকে আটক করে পুলিশ। পরের দিন তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে মামলা করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার খরনা কর্মকার পাড়ার বাসিন্দা পলাশ কুমার মহন্ত গত ৪ মে সাংবাদিক ওয়াহেদ ফকিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ ওয়াহেদ ফকিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে ক্ষোভে ফেটে পড়ে বগুড়ার সাংবাদিক সমাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়