প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ২১ দিনের মাথায় রায়ঃ প্রধান আসামির মৃত্যুদণ্ড, বাকি তিন জন খালাস

মাসুম বিল্লাহঃ

বাংলাদেশের মাগুরায় আট বছর বয়সী শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় হয়েছে মাত্র ২১ দিনের মধ্যে। আদালতের এই দ্রুত রায়কে নারী ও শিশু নির্যাতন মামলায় একটি নজির বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অন্য তিন আসামি খালাস পেয়েছেন।

রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিশেষ কৌঁসুলি এহসানুল হক সমাজী এবং অ্যাডভোকেট মনিরুল ইসলাম মকুল জানান, মামলার বিচার কাজ শুরু হয় ২৩ এপ্রিল এবং মাত্র ১৪ কার্যদিবসে শেষ হয়। দ্রুত রায় দেওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বড় বোনের বাসায় বেড়াতে গিয়েছিল শ্রীপুর উপজেলার আট বছরের শিশু আছিয়া। সেখানেই ধর্ষণের শিকার হয় সে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টাও করা হয়।

গুরুতর অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর পর মাগুরা ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এ ঘটনা দেশের শিশু নিরাপত্তা ও নারী নির্যাতনবিরোধী আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে।

বিচারপ্রক্রিয়ার ধাপ

  • ১৩ এপ্রিল: তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র জমা দেন

  • ১৭ এপ্রিল: মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তর

  • ২০ এপ্রিল: অভিযোগপত্র গ্রহণ

  • ২৩ এপ্রিল: অভিযোগ গঠন এবং বিচার শুরু

  • ১৭ মে: রায় ঘোষণা

আসামিপক্ষের লিগ্যাল এইড আইনজীবী সোহেল আহম্মেদ বলেন, “তিন আসামি খালাস পেয়েছেন, এজন্য আমি সন্তুষ্ট। হিটু শেখের ফাঁসি হয়েছে। উচ্চ আদালতে গেলে আমি আসামিপক্ষকে সহায়তা করব।”

এর আগে ২০২০ সালে মোংলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মাত্র সাত কার্যদিবসে রায় হয়েছিল। তবে আছিয়া হত্যাকাণ্ডের রায়কে সবচেয়ে আলোচিত ও দ্রুততম মামলার একটি হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়