প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফয়েজ আহমদ তৈয়্যবের দাবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না

ঢাকা, ২৩ মে: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না—দৃঢ় এই বক্তব্য জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব। বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের জন্য ড. ইউনূসের উপস্থিতি অপরিহার্য বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি ক্যাবিনেটকে আরও গতিশীল এবং সরকারকে কার্যকর হওয়ার আহ্বানও জানান তিনি।

শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “প্রধান উপদেষ্টার ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বিশেষ করে দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবর্তনের জন্য ড. মুহাম্মদ ইউনূসের প্রয়োজন রয়েছে। ক্যাবিনেটকে আরও গতিশীল ও সরকারকে বেশি কার্যকর হতে হবে। উপদেষ্টাদেরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং জনগণের সামনে দৃশ্যমান অগ্রগতি উপস্থাপন করতে হবে।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর সরকারে আসার পর প্রফেসর সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান রয়েছে এবং তা রক্ষা করা আমাদের দায়িত্ব।”

রাজনৈতিক সংলাপ ও সেনাবাহিনীর নিরপেক্ষতা নিয়ে মন্তব্য

রাজনৈতিক সংলাপ প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত ও নিবিড় আলোচনায় বসতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়।” সেনাবাহিনীর রাজনীতিতে অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, “সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। বিশ্বে কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতিতে জড়ায় না। তবে সেনাবাহিনীকে সম্মান ও আস্থায় রাখতে হবে।”

তিনি আরো বলেন, “সেনাবাহিনী সম্পর্কে হঠকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। আওয়ামী লীগের পুনর্বাসন ইনক্লুসিভনেসের নামে চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা।”

নির্বাচনের প্রস্তুতি ও ভবিষ্যত পরিকল্পনা

ফয়েজ আহমদ তৈয়্যব উল্লেখ করেন, “আপ্রিলে বা মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা করছি, তবে এটি আমার ব্যক্তিগত মতামত। নির্বাচনের প্রকৃত তারিখ ঘোষণা করার একমাত্র অধিকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।” তিনি বলেন, “ড. ইউনূসের অনুমতি ছাড়া কেউ এই এখতিয়ার হাইজ্যাক করতে পারবে না।”

তিনি আরও জানান, “এই বছর জুলাই-আগস্টে জাতীয়ভাবে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন করা হবে। আগস্টে স্বৈরাচারী হামলাকারী হাসিনার বিচারের প্রথম রায় ঘোষণা আশা করি।”

ফেসবুক স্ট্যাটাসের শেষাংশে ফয়েজ আহমদ তৈয়্যব ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘প্রফেসর ইউনূস জিন্দাবাদ’ এবং ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিয়ে পোস্টটি শেষ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়