মোহাম্মদ মঈন উদ্দিন ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়াঃ
"জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বজয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবিয়ায় শেষ হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা।
৩ দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত ১৩ মে। উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব তাহমিনা আক্তার, পুলিশ সুপার মহোদয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলার আয়োজন করা হয় বিয়াম ল্যাবরেটরি স্কুলে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত ৬০টিরও বেশি স্কুল ও কলেজ অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা তিনটি বিভাগে ভাগ করা হয়: সিনিয়র, জুনিয়র ও বিশেষ গ্রুপ। শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াডসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিজ্ঞান মনস্ক ও উদ্ভাবনী শক্তিসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই আয়োজন প্রতিবছরই দেশের বিভিন্ন স্থানে হয়ে থাকে।
১৫ মে সমাপনী দিনে প্রতিযোগীদের মাঝে শুভেচ্ছা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
মেলাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার পেছনে উদযাপন কমিটির সহ-সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব তাহমিনা আক্তারের আন্তরিক পরিশ্রম বিশেষভাবে প্রশংসনীয় ছিল।