প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকারবার্গ নাম থাকায় ফেসবুক অ্যাকাউন্ট স্থগিতের অভিযোগ

ছবি: রয়টার্স

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের নামের সঙ্গে মিল থাকায় একাধিকবার ফেসবুক অ্যাকাউন্ট স্থগিতের অভিযোগ তুলেছেন মার্কিন আইনজীবী মার্ক এস জাকারবার্গ। তাঁর দাবি, শুধু নামের মিল থাকার কারণেই গত আট বছরে পাঁচবার ভুলভাবে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। প্রতিবারই অভিযোগ আনা হয়েছে, তিনি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ছদ্মবেশ ধারণ করেছেন। এ ঘটনায় শেষ পর্যন্ত মেটার বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

মার্ক এস জাকারবার্গ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাভিত্তিক এক অভিজ্ঞ আইনজীবী। দেউলিয়া আইন নিয়ে তিনি প্রায় ৪০ বছর ধরে কাজ করছেন। তাঁর অভিযোগ, অ্যাকাউন্ট স্থগিতের কারণে পেশাগত ক্ষতির পাশাপাশি আর্থিক ক্ষতিও হয়েছে কয়েক হাজার ডলার। বিজ্ঞাপন প্রচারে প্রায় ১১ হাজার ডলার ব্যয় করেও সুফল পাননি। স্থানীয় টিভি চ্যানেল ডব্লিউটিএইচআরে দেওয়া সাক্ষাৎকারে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা যেন মহাসড়কে বিলবোর্ডে বিজ্ঞাপন দেওয়ার পর তার ওপর চাদর টেনে দেওয়া। অর্থ দিলাম, কিন্তু বিনিময়ে কিছুই পেলাম না।”

তিনি আরও জানান, ছবিসহ পরিচয়পত্র, ক্রেডিট কার্ড ও নানান নথি জমা দেওয়ার পরও অ্যাকাউন্ট সচল করা হয়নি। নিয়ম মেনে বারবার আপিল করেও কোনো সমাধান পাননি। সর্বশেষ গত মে মাসে আবারও তাঁর অ্যাকাউন্ট স্থগিত হলে চার মাস অপেক্ষা করে তিনি আদালতের শরণাপন্ন হন। মামলা করার পরেই অ্যাকাউন্টটি পুনরায় চালু করা হয়। মার্ক এস জাকারবার্গ বলেন, “আমি মার্ক স্টিভেন, আর তিনি মার্ক এলিয়ট। আমার নাম তাঁর খ্যাতি পাওয়ার বহু আগেই হয়েছে।”

এ ঘটনায় নিজেদের ভুল স্বীকার করেছে মেটা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, “তাঁর অ্যাকাউন্ট ভুলবশত নিষ্ক্রিয় করা হয়েছিল এবং বর্তমানে তা পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন না ঘটে, সে বিষয়ে আমরা কাজ করছি। ধৈর্যের জন্য মি. জাকারবার্গকে ধন্যবাদ।”

সূত্র: ইন্ডিয়া টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়