তাহের তারেক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন শ্রাবণ গাজী (২০) পিতা মান্নান গাজী সাং- ডেইরি ফার্ম, থানা-আশুলিয়া, জেলা ঢাকা। নিহত শ্রাবণ গাজীর লাশ ডেইরি ফার্ম কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। ভিকটিমের লাশ সুরত হাল রিপোর্ট প্রস্তুত সহ ময়না তদন্তের জন্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের ১৭৬(২) ধারার বিধান মোতাবিক উক্ত কবর থেকে লাশ উত্তোলনের সময় উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য নিম্ন বর্ণিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করা হয়।
জনাব সাদিয়া আক্তার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), আশুলিয়া রাজস্ব সার্কেল ঢাকা।
এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সিআইডি অফিসার জনাব জসিম উদ্দিন ও তার সঙ্গী ও ফোর্স সহ আশুলিয়া থানা পুলিশ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ ই, আগস্ট মালয়েশিয়া টুংকু আব্দুল মান্নান ইউনিভার্সিটির ছাত্র শ্রাবণ গাজী সাভার নিউ মার্কেটের সামনে নিহত হন। নিহত শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলনে আপত্তি জানিয়েছেন তার পরিবার আদালতের নির্দেশে মামলা তদন্তকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মরদেহ উত্তোলন করতে গেলে পরিবারের আপত্তি থাকায় তা সম্ভব হয়নি।
মঙ্গলবার দুপুরে নিহত শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলন করতে সাভার ডেইরি ফার্মের কবরস্থানে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার সে সময় আরো উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি অফিসার জসীমউদ্দীন ও নিহতের স্বজনেরা।
মামলার বাদী মরদেহ উত্তোলনে আপত্তি জানান পরে নিহত শ্রাবণ গাজীর মামলার তদন্তকারী কর্মকর্তা জসীমউদ্দীন নিহতের স্বজনদের কে বলেন মামলার সুষ্ঠু তদন্ত কার্যক্রমের স্বার্থে মরদেহ উত্তোলনের বিষয়ে অবহিত করেন। কোনক্রমেই স্বজনরা মরদেহ উত্তোলনে রাজি না হওয়ায় বাধ্য হয়ে আদালতের নির্দেশ স্থগিত করে নিহত শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলন না করে চলে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মামলার তদন্তকারী কর্মকর্তাগণ।
মামলার তদন্তকারী কর্মকর্তা জসীমউদ্দীন গণমাধ্যমকে বলেন আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আমরা এসেছিলাম কিন্তু পরিবারের আপত্তি থাকায় তা সম্ভব হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন নিহত শ্রাবণ গাজীর বাবা-মায়ের সাথে কথা বলেছি তারা মরদেহ উত্তোলনে অনিচ্ছুক উনারা আমার কাছে একটি ফরমাল আবেদন দিয়েছেন এ বিষয়টি বিজ্ঞ আদালত কে অবহিত করা হবে এবং পরবর্তীতে আদালতের সিদ্ধান্ত মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে।