প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকবির জন্মবার্ষিকীর ৩ দিনের মেলার শেষ দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

এসএম বাদলঃ

কুষ্টিয়ার কুমারখালী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শনিবার বিকালে শিলাইদা কুঠিবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মিকাইল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কুষ্টিয়া। কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মঞ্জু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব, প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিএনপি কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী। গণধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকীর আহমেদ প্রমুখ। তিনি বলেন, "রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির চেতনায় রক্তমিশ্রিত এক মহান পুরুষ। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও আমাদের পথ দেখায়।" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কুষ্টিয়া। তিনি রবীন্দ্রচর্চা ও শিক্ষাঙ্গনে রবীন্দ্র সাহিত্যের প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, "রবীন্দ্রনাথকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে নতুনভাবে।"অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সাহিত্যের মহিরুহ নন, তিনি একাধারে সমাজচিন্তক, শিক্ষাবিদ এবং মানবতার কবি। তাঁর জীবনদর্শন আমাদের গণমাধ্যম ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রে পথপ্রদর্শক।”বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, “আজকের সমাজে রবীন্দ্রনাথের সাম্য ও মানবতার বাণী আরও বেশি প্রাসঙ্গিক। আমরা যদি তার আদর্শকে রাজনৈতিক চর্চার ভিত্তি হিসেবে গ্রহণ করি, তবে সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সহজ হবে।” সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের প্রতিটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব রয়েছে। তিনি ছিলেন বাঙালির আত্মপরিচয়ের স্থপতি।”বিএনপি কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী বলেন, “রবীন্দ্রনাথ ছিলেন আধুনিকতার প্রতীক। তিনি আমাদের ভাষা, সংস্কৃতি ও চেতনায় যে বিপ্লব ঘটিয়েছেন, তা আমাদের রাজনীতি ও রাষ্ট্রদর্শনেও প্রতিফলিত হওয়া উচিত।” গণধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকীর আহমেদ বলেন, “বর্তমান প্রজন্মের মাঝে রবীন্দ্রনাথের সাহিত্য ও চেতনা ছড়িয়ে দিতে হবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে। সংস্কৃতির চর্চা ও বিকাশে রবীন্দ্রনাথ চিরকাল প্রাসঙ্গিক।”সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মিকাইল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সাম্য, মানবতা ও স্বাধীনতার কবি। তাঁর জীবনদর্শন ও চিন্তা আমাদের সমাজে সমতা ও ন্যায় প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।"আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা রবীন্দ্র সংগীত ও কবিতাপাঠ, নাটক পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়