একজন সত্যিকারের মুসলিমের জীবন শুধু দুনিয়ার নয়, আখিরাতের কল্যাণ অর্জনেরও একটি অবিরাম প্রচেষ্টা। এজন্যই প্রিয় নবী মুহাম্মদ ﷺ আমাদের শিখিয়েছেন এমন এক দোয়া, যা সব কল্যাণের উৎস:
বর্ণনাকারী: হজরত ইবনু উমার (রাঃ)
তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ কখনও এই দোয়া ছাড়া কোনো দোয়া শেষ করতেন না :
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ (সহিহ মুসলিম, হাদিস: ২৬১৭)
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বুখলি, ওয়াআউযু বিকা মিনাল জুবনি, ওয়া আউযুবিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমুরি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনইয়া, ওয়া আযাবিল কবর।(হে আল্লাহ! আমি আপনার কাছে কৃপণতা, কাপুরুষতা, বার্ধক্যের অক্ষমতা, দুনিয়ার ফিতনা ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাই।)