প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৮:১৮ রাত

প্রতিবেদক : Tanjir Jannat Koly

কালো প্লাস্টিকের পাত্রই সবচেয়ে বিপজ্জনক

ছবি : সংগৃহীত

দৈনন্দিন জীবনে এখন প্লাস্টিক ছাড়া কিছু ভাবাই কঠিন। খাবারের পাত্র, পানির বোতল, শিশুদের খেলনা—সব জায়গায় প্লাস্টিকের দাপট। কিন্তু জানেন কি, এই প্লাস্টিকের মধ্যেই লুকিয়ে আছে ভয়ংকর এক বিপদ? বিশেষ করে কালো রঙের প্লাস্টিক, যা এখন নানা পণ্যে ব্যবহৃত হচ্ছে।

সম্প্রতি মার্কিন গবেষণা ও পরামর্শক সংস্থা ‘টক্সিক-ফ্রি ফিউচার’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে চমকে যাওয়ার মতো তথ্য। তারা বলছে, কালো প্লাস্টিকে এমন কিছু বিষাক্ত রাসায়নিক মেশানো হয় যা আগুন লাগা প্রতিরোধ করে, কিন্তু শরীরে ঢুকলে ক্যানসারসহ নানান জটিল রোগের ঝুঁকি তৈরি করে।

গবেষক মেগান লিউ জানান, কালো প্লাস্টিকে পাওয়া গেছে ডেকা-বিডিই, টিবিবিপিএ ও আরডিপি নামের রাসায়নিক উপাদান যেগুলো মূলত বৈদ্যুতিক যন্ত্র তৈরির জন্য অনুমোদিত। কিন্তু পুনর্ব্যবহার (রিসাইকেল) প্রক্রিয়ায় এসব প্লাস্টিক এখন খেলনা, খাবার প্যাকেজিং আর রান্নার সরঞ্জামে ব্যবহার হচ্ছে। ফলে বিষাক্ত পদার্থগুলো সহজেই আমাদের শরীর ও খাদ্যশৃঙ্খলে প্রবেশ করছে।

গবেষণায় আরও জানা গেছে, অল্প পরিমাণেও এসব রাসায়নিক শরীরে ঢুকলে হতে পারে ক্যানসার, হরমোনের ভারসাম্যহীনতা, স্নায়ু ক্ষতি, এমনকি প্রজনন ও বিকাশজনিত সমস্যাও। যুক্তরাষ্ট্র ও ইউরোপে ডেকা-বিডিই ইতিমধ্যে নিষিদ্ধ, তবু কিছু পণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে ১,২০০ গুণ বেশি পাওয়া গেছে এই বিষাক্ত উপাদান।

তাহলে করণীয় কী:
গবেষকেরা পরামর্শ দিচ্ছেন ঘর থেকে কালো প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিন। এর পরিবর্তে স্টেইনলেস স্টিল, কাচ বা কাঠের জিনিস ব্যবহার করুন। শিশুদের জন্য প্লাস্টিকের খেলনা নয়, বরং নিরাপদ উপাদানে তৈরি বিকল্প বেছে নিন।

এ ছাড়া নিয়মিত ঘর পরিষ্কার রাখা, জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করা, ভেজা কাপড় দিয়ে মেঝে মোছা ও ঘন ঘন হাত ধোয়ার মতো অভ্যাসও বিষাক্ত রাসায়নিকের প্রভাব থেকে সুরক্ষা দিতে পারে।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়