মাসুম বিল্লাহঃ
গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বোমা হামলার পাশাপাশি সেখানে খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকট তৈরি হয়েছে—এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিন। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি রিয়াদ মানসুর বলেছেন, ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার জনগণকে অনাহারে রাখছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৯৯০৭তম বৈঠকে তিনি বলেন, “গাজায় বোমা পড়ার কোনো ঘাটতি নেই, কিন্তু জীবনধারণের জন্য যেসব মৌলিক উপকরণ প্রয়োজন—সেগুলোর অভাব এখন চরম পর্যায়ে। খাবার, পানি, ওষুধ—সব কিছুরই ভয়াবহ সংকট চলছে।”
তিনি আরও বলেন, “একটি নিরীহ জনগোষ্ঠীকে অভুক্ত রেখে তাদের ওপর বোমা ফেলা হচ্ছে। এটি একটি যুদ্ধকৌশল হিসেবেই ব্যবহার করা হচ্ছে।”
রিয়াদ মানসুর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলের এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। তাঁর দাবি, ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনি এলাকাগুলোতে অবৈধ বসতি নির্মাণ, জমি দখল এবং মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) রায় অনুযায়ী এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের আহ্বান জানান।
এছাড়া, যারা এখনও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তাদের এখনই স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, “এটি একটি স্পষ্ট বার্তা হবে—ফিলিস্তিনকে ধ্বংস করার ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে শেষ করে দেওয়ার চেষ্টা আর সহ্য করা হবে না।”
উল্লেখ্য, ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ ও চলমান হামলার কারণে গাজায় চরম মানবিক সংকট তৈরি হয়েছে। খাদ্য, পানি ও চিকিৎসাসেবার অভাবে লক্ষাধিক সাধারণ মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে।