প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প-শারার ঐতিহাসিক সাক্ষাৎ: সিরিয়া-ইসরায়েল সম্পর্কের নতুন সম্ভাবনা

মাসুম বিল্লাহঃ

বিশ্ব রাজনীতিতে চমক তৈরি করে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে এক যুগান্তকারী বৈঠক করেছেন। আলোচনায় প্রধান বিষয় ছিল—ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

আহমেদ আল-শারার একসময় আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি মার্কিন সরকার একসময় তার মাথার দাম ঘোষণা করেছিল ১০ মিলিয়ন ডলার। কিন্তু তিনি ২০১৬ সালে সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্ট হন। তাঁর এই রূপান্তর অনেকের কাছে বিস্ময়ের জন্ম দিয়েছে।

ট্রাম্প সিরিয়াকে আহ্বান জানিয়েছেন আব্রাহাম অ্যাকর্ডস অনুসরণ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে। এর আগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন মরক্কো এই চুক্তিতে যোগ দিয়েছিল। ট্রাম্প বলেছেন, “সৌদি আরবও সময়মতো এই চুক্তিতে যোগ দেবে।”

ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সিরিয়ার ওপর সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এর ফলে দেশটি আবার বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় ফিরতে পারবে, বিদেশি বিনিয়োগ এবং মানবিক সহায়তা বৃদ্ধি পাবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানও বলেছেন, "সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠনে আমরা বিনিয়োগ করবো।"

তবে ইসরায়েল এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। তারা এখনও শারার সরকারকে ‘জিহাদিপন্থী’ বলেই দেখে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসলামপন্থী উপস্থিতি নিয়েও তারা উদ্বিগ্ন।

ট্রাম্পের এই সফর শুধু সিরিয়া নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কাতারে গিয়ে তিনি বড় বিনিয়োগ চুক্তি করতে যাচ্ছেন, যার মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের কাছ থেকে বোয়িং বিমানের ১০০ ইউনিট কেনার ঘোষণা। এরপর তিনি আবুধাবি যাবেন, যেখানে সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

গাজা যুদ্ধ নিয়েও ট্রাম্প সৌদি নেতারা আলোচনা করেছেন। উভয় পক্ষই যুদ্ধ বন্ধ হামাসের হাতে বন্দি থাকা ব্যক্তিদের মুক্তি চায়।

সবশেষে বলা যায়,  ট্রাম্প-শারার বৈঠক প্রমাণ করে, বিশ্ব রাজনীতিতে দৃশ্যপট দ্রুত বদলাচ্ছে। এক সময়ের 'সন্ত্রাসী' এখন কূটনৈতিক আলোচনার কেন্দ্রে। এই বৈঠক শুধু সিরিয়া নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়