প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৯ রাত

প্রতিবেদক : Tanjir Jannat Koly

চোখের নিচের কালো দাগ দূর করার উপায়

ছবি: তথ্য ভান্ডার

চোখের নিচে কালি বা ডার্ক সার্কেল আজকাল খুব সাধারণ একটি সমস্যা। ক্লান্তি, দুশ্চিন্তা কিংবা অনিয়মিত জীবনযাত্রার কারণে এটি আরও বেশি বেড়ে যায়। অনেকে শুধু সাময়িকভাবে এটি ঢাকার চেষ্টা করেন, কিন্তু মূল কারণ খুঁজে বের করে সমাধান না করলে ডার্ক সার্কেল আবারও ফিরে আসে। তাই এর পেছনের কারণ জানাটা যেমন জরুরি, তেমনি প্রতিদিনের যত্নও প্রয়োজন।

কেন হয় ডার্ক সার্কেল:

কালি একবার স্থায়ী হয়ে গেলে তা দূর করা কঠিন হয়ে পড়ে। তাই শুরু থেকেই সতর্ক থাকা জরুরি।

কীভাবে করবেন সমাধান:

দুশ্চিন্তামুক্ত থাকুন

স্ট্রেস বা টেনশন ডার্ক সার্কেলের বড় কারণ। মানসিক চাপ কমিয়ে দিন, এতে চোখের উজ্জ্বলতা ফিরে আসবে।

পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন

প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমান। দেরি করে রাত জাগা কমিয়ে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন।

শরীরকে রাখুন হাইড্রেটেড

পর্যাপ্ত পানি পান করুন, সঙ্গে রাখুন শাকসবজি ও ফলমূল। ত্বক হবে সতেজ, কালি পড়বে না।

রোদচশমা ব্যবহার করুন

সূর্যের আলো শুধু ত্বক পোড়ায় না, চোখের নিচে কালো দাগও তৈরি করে। তাই বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করুন।

ঘরোয়া যত্নের উপায়

শসা ও আলু প্যাক:
শসা ও আলু পেস্ট করে তুলার সাহায্যে চোখের নিচে লাগিয়ে রাখুন ১৫–২০ মিনিট। সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

টমেটো ও লেবুর রস:
১ চা চামচ টমেটোর রসের সঙ্গে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে চোখের নিচে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করলে উপকার মিলবে।

টি ব্যাগ ট্রিটমেন্ট:

ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে ঠান্ডা করে ১০–১৫ মিনিট চোখে রাখুন। এতে চোখের ফোলা ভাব ও কালি কমে যাবে।

আরও কিছু করণীয়:

  • চোখ কচলানো থেকে বিরত থাকুন।

  • ধূমপান এড়িয়ে চলুন।

  • প্রয়োজনে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট নিন (ডাক্তারের পরামর্শে)।

 

 নিয়মিত যত্ন, সঠিক ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপনই চোখের নিচের কালি দূর করার সবচেয়ে কার্যকর উপায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়