রবিউল ইসলাম সাজু, বগুড়া
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বগুড়ায় কর্মরত ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বুধবার ৩০ এপ্রিল সকালে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি জননেতা গোলাম রাব্বানী।
তিনি বলেন, প্রতি বছর পহেলা মে শ্রমিক দিবস আসে এবং যায় কিন্তু প্রকৃতপক্ষে শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়না। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নাই। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজানোর জন্য তিনি বর্তমান সরকারের প্রতি আহবান জানান।শ্রমিকদের সমস্যা তুলে ধরে সুখে -দুখে তাদের পাশে থাকার জন্য তিনি সাংবাদিকদের বিনীত,অনুরোধ করেন ।
মতবিনিময় সভায় আরও ছিলেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুন্জুরুল হক সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, শহর সভাপতি আসগর আলী, আজাদুর রহমান, নুরুল আমিন সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ।