মাসুম বিল্লাহঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। "স্বাধীন গণমাধ্যম, ন্যায় ও অধিকার"—এই প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে।
সকালে সংস্থার প্রধান কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। সকাল ১১টায় শুরু হওয়া র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
বিকাল ৫টায় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। লায়ন মোহাম্মদ নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন মহাসচিব হেলাল উদ্দিন হিলু, যুগ্ম মহাসচিব প্রিয়াঙ্কা ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লাকি, অর্থ সম্পাদক মুফতি মাওলানা শেখ আজিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল বাসার, ঢাকা বিভাগীয় সভাপতি খলিলুর রহমান ও যুগ্ম সম্পাদক সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়।” তাঁরা সুষ্ঠু ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন।
আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।