নরসিংদী প্রতিনিধি:
এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কোবিরে উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। রবিবার (১৮ মে) সকাল ১০টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুর ইসলাম রিপন, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল মিয়া, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কাওসার আহমেদ, ৭১ টিভির সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়নের সদস্য ঈদুল ফিতর, মাইটিভির সাংবাদিক মো: হৃদয়, জিটিভির সাংবাদিক হিমেল, কাল বেলার জেলা প্রতিনিধি মো: রানা,এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হৃদয় এস সরকার, নিউজ নরসিংদী টিভির সম্পাদক রাফি আহমেদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে অন্যায়-অবিচারের চিত্র তুলে ধরে জাতিকে সচেতন করে তোলেন। জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে তারা সংবাদ পরিবেশন করলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না। প্রশাসনের নির্লিপ্ততা এবং সরকারের উদাসীনতার কারণে আজ সাংবাদিকরা বারবার হামলার শিকার হচ্ছেন।
বক্তারা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের আইন প্রণয়নের দাবি জানান। পাশাপাশি সাংবাদিক মেহেদী হাসান কোভিদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৮ মে মেহেদী হাসান কোবির নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাজারে সংবাদ সংগ্রহ করতে গেলে দুর্নীতিগ্রস্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকেরের নির্দেশে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বেলাবো থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।