ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি
ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটির সপ্তাহব্যাপী কর্মসূচি
মো: আকরাম হোসেন
ক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা কলেজ।
ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা ঢাকা কলেজে বিভিন্ন সংগঠন ও ক্লাবের যাত্রা বহু আগেই শুরু হলেও, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, হতাশা এবং আবেগ প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম ছিল না। এই অভাব পূরণের উদ্দেশ্যে ২০২৪ সালের ১৩ মে, ঢাকা কলেজ মনোবিজ্ঞান বিভাগের কিছু শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটি’।
এক বছরের পদযাত্রায় সোসাইটিটি বিভিন্ন মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন পরিচালনা করেছে, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সপ্তাহ’ কাকতালীয়ভাবে একই সময়ে হওয়ায়, সোসাইটির পক্ষ থেকে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সপ্তাহব্যাপী কর্মসূচির সূচি:
- ১২ মে: রাত ৯টায় একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে সাত কলেজসহ বাইরের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। প্রথম তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
- ১৩ মে: সকাল ১১টায় ‘মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রবণতা রোধে সচেতনতা’ বিষয়ে প্ল্যাকার্ড ও ব্যানারসহ একটি র্যালি অনুষ্ঠিত হবে কলেজ ক্যাম্পাসে। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
- ১৪ মে: কলেজ ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পোস্টার লাগানো হবে।
- ১৫ মে: কলেজের ১৯টি বিভাগে ‘শেয়ারিং বক্স’ স্থাপন করা হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি, দুঃখ, আনন্দ অথবা মানসিক যেকোনো বিষয় চিরকুটের মাধ্যমে প্রকাশ করতে পারবে। পরবর্তীতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে।
- ১৬ মে: রাত ৯টায় অনলাইনে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে, শিরোনাম: “Pause & Breathe: Mental Health Awareness for Students”।
- ১৭ মে: “ওপেন ডিসকাশন” অনুষ্ঠিত হবে, যেখানে ১৫ তারিখের প্রশ্নগুলো নিয়ে আলোচনা ও উত্তর প্রদান করা হবে।
- ১৯ মে: ‘MindWizz’ নামক একটি মানসিক স্বাস্থ্যভিত্তিক সংস্থার সহযোগিতায় একটি অফলাইন সেমিনার অনুষ্ঠিত হবে, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সোসাইটির উপদেষ্টা রাইসুল বলেন, “সোসাইটির প্রতিটি কার্যক্রমেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনুধাবনে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
সভাপতি ফারদিন জানান, “এই সপ্তাহব্যাপী কর্মসূচি সফল করতে সবার আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন।”
সেক্রেটারি ইমম বলেন, “সোসাইটির যাত্রার শুরুতে ‘রজতজয়ন্তী-২৫’ ব্যাচ ও কিছু সিনিয়র ভাইয়ের সহায়তা ছিল অনন্য। সবার সহযোগিতায়ই আজ আমরা এই অবস্থানে।”