ক্যাম্পাস প্রতিনিধি
সাত সরকারি কলেজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের প্রক্রিয়ায় চূড়ান্ত অনুমোদন নিয়ে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে আগামীকাল শনিবার (১৭ মে) বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেইটে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তারা।
শুক্রবার (১৬ মে) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অর্গানাইজিং উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তের পর অন্তবর্তীকালীন প্রশাসন গঠনের কথা থাকলেও এখন পর্যন্ত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। এই বিলম্বিত সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে। কর্তৃপক্ষের এমন আচরণকে তারা অবহেলা হিসেবে দেখছেন।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রক্রিয়াটি এক পর্যায়ে এসে আটকে গেছে। দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের পর গৃহীত নীতিগত সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় শিক্ষাজীবন বাধাগ্রস্ত হচ্ছে। সংবাদ সম্মেলনে তারা এ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন এবং প্রয়োজনে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন।
সাত কলেজের শিক্ষার্থীরা মনে করেন, পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের মধ্য দিয়েই তাদের শিক্ষা ও প্রশাসনিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এই লক্ষ্য বাস্তবায়নে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।