প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশির সিরাপ শিশুর জন্য কতটা নিরাপদ

ছবি: তথ্য ভান্ডার

দিনে রোদে গরম, কিন্তু ভোরের হিমেল হাওয়ায় টের পাওয়া যাচ্ছে শীত একেবারে দোরগোড়ায়। এমন সময় শিশুদের সর্দি-কাশি খুব সাধারণ ব্যাপার। কিন্তু ছোট্ট শিশুটি যখন কাশতে কাশতে ঘুমাতে পারে না, তখন মা–বাবার চিন্তার সীমা থাকে না। তাড়াহুড়ো করে কফ সিরাপের বোতল খুলে দেন অনেকে ভাবেন এতে দ্রুত আরাম মিলবে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের কাশির সিরাপে শিশু মৃত্যুর ঘটনা অভিভাবকদের মনে বড় প্রশ্ন জাগিয়েছে কাশির সিরাপ কি আদৌ নিরাপদ?

কাশির সিরাপের লুকানো ঝুঁকি:

চিকিৎসকরা বহুদিন ধরেই আশঙ্কা প্রকাশ করছেন কাশির সিরাপে থাকতে পারে ক্ষতিকর বা বিষাক্ত রাসায়নিক। ভারতের আগে আফ্রিকার কয়েকটি দেশ ও উজবেকিস্তানেও এমন সিরাপের কারণে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছিল।

বাজারের বেশিরভাগ সিরাপই আসলে অ্যান্টিহিস্টামিন, ডিকনজেস্ট্যান্ট, এক্সপেক্টোরেন্টের মিশ্রণ, যার সঙ্গে থাকে চিনি ও রঙ। এগুলোর কাজ আলাদা একটি শ্লেষ্মা কমায়, আরেকটি কফ আলাদা করে, তৃতীয়টি কাশির দমক থামায়। কিন্তু গবেষণায় দেখা গেছে, এর প্রকৃত উপকারিতা খুবই সীমিত।

সবচেয়ে উদ্বেগের বিষয়, কিছু সিরাপে থাকে কোডিন, যা আসক্তি তৈরি করতে পারে। শিশুদের জন্য এসব ওষুধ একেবারেই অনুপযুক্ত।

“নিজে নিজে ওষুধ” বিপদের আরেক নাম:

ঘন ঘন কাশি হলে অনেক অভিভাবক চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে সিরাপ কিনে খাওয়ান। কেউ কেউ আবার বড়দের সিরাপের অল্প ডোজ দিয়ে দেন শিশুকে।
এই অভ্যাস ভয়াবহ কারণ শিশুদের শরীরের গঠন ও ওষুধ গ্রহণক্ষমতা বড়দের মতো নয়। বয়স ও ওজন অনুযায়ী সামান্য ডোজের ভুলেও হতে পারে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস পরিষ্কারভাবে জানায়:

  • চার বছরের নিচে কোনো শিশুকে ওভার দ্য কাউন্টার কাশির সিরাপ দেওয়া যাবে না।
  • চার থেকে ছয় বছর বয়সে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শেই দেওয়া যাবে।
  • সাত বছর বয়সের পর সঠিক ওষুধ ও ডোজ নিশ্চিত হলে তবেই নিরাপদ।

পার্শ্বপ্রতিক্রিয়ায় শিশুর দেহে কী ঘটে?:

  • কাশির সিরাপ খেলে দেখা দিতে পারে নানা জটিলতা
  • বমি, খিঁচুনি, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, অতিরিক্ত ঘুম, অস্থিরতা বা শ্বাসকষ্ট। অতিরিক্ত ঘুমের কারণে খাওয়াদাওয়ার অনিয়ম হলে শিশুর ওজন কমে যেতে পারে।
  • আরও বড় সমস্যা হলো এগুলো অধিকাংশ ক্ষেত্রেই কাশি সারাতে তেমন ভূমিকা রাখে না, বরং শিশুর জন্য ক্ষতির ঝুঁকিই বেশি।

সিরাপ নয়, ঘরোয়া যত্নেই সমাধান

অধিকাংশ সাধারণ কাশি নিজে থেকেই ভালো হয়ে যায় ওষুধ লাগে না। শিশুর আরামের জন্য ঘরে যা করতে পারেনঃ

  • নিয়মিত পানি ও তরল খাবার দিন
  • কুসুম গরম পানি খাওয়ান
  • নাকে স্যালাইন ড্রপ ব্যবহার করুন
  • গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে নাক পরিষ্কার করুন
  • কাশি অনেক সময় শরীরের প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া শ্বাসনালিতে জমে থাকা জীবাণু ও ময়লা বের করে দেয়।

কখন চিকিৎসকের পরামর্শ জরুরি:

যদি কাশি দীর্ঘস্থায়ী হয়, অথবা শিশুর শ্বাসকষ্ট, জ্বর, খাওয়ার অনীহা, বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দেয় তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে নিয়ে যান।

কাশির কারণ হতে পারে ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, টনসিলাইটিস, হাঁপানি, এমনকি হৃৎপিণ্ডের জন্মগত সমস্যা। সঠিক কারণ না জানলে ভুল ওষুধে বিপদ বাড়তে পারে।

শেষ কথা

কাশি মানেই সিরাপ নয়। শিশুর সামান্য কাশি বা ঠান্ডা হলে ভয় না পেয়ে আগে ঘরোয়া যত্ন নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন ভালোবাসা আর যত্নই শিশুর সেরা ওষুধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়