প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরেজমিনে 'মার্চ ফর গাজা', জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান!

মাসুম বিল্লাহঃ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানাতে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষ অংশ নিয়েছেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় এই কর্মসূচির আয়োজন করে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার। স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

গাজীপুর থেকে আসা সোহেল ইসলাম জানান, “বিশ্ব আজ চুপচাপ দাঁড়িয়ে দেখছে কীভাবে গাজা ধ্বংস হয়ে যাচ্ছে। একদিন ফিলিস্তিন মুক্ত হবেই—এই আশা নিয়েই আমরা এখানে এসেছি।”

শেরপুর থেকে আসা ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, “ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এখন মানবিক দায়িত্ব। যুদ্ধের ময়দানে না যেতে পারলেও প্রতিবাদ জানাতে আমরা এসেছি।”

মূল কর্মসূচি শুরু হয় বিকাল ৩টায়, তবে সকালের দিক থেকেই টিএসসি, রমনা ও আশপাশের এলাকা ছিল জমায়েতের কেন্দ্রবিন্দু। সুশৃঙ্খলভাবে কর্মসূচি পরিচালনায় প্রতিটি প্রবেশপথে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, জনসমাগমের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে। কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ একাধিক দল ও সংগঠনের অংশগ্রহণ ছিল। বিএনপির পক্ষ থেকেও কর্মসূচিতে সংহতি জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

মূলত শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ‘মার্চ’ হওয়ার কথা থাকলেও ঢাকায় চলমান বিনিয়োগ সম্মেলন ও ভর্তি পরীক্ষার কথা বিবেচনায় এনে কর্মসূচি সীমিত করা হয় শুধু সোহরাওয়ার্দী উদ্যানে। কর্মসূচির শেষে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণা পাঠ করা হয় এবং ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট পণ্য ও সেবা বর্জনের শপথ নেওয়া হয়। এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়