প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : Tanjir Jannat Koly

কিডনির মারাত্মক ক্ষতির শেষ ধাপে দেহ যেভাবে ইঙ্গিত দেয়

ছবি: তথ্য ভান্ডার

প্রাণঘাতী হওয়ার আগেই চিনে নিন কিডনির প্রাথমিক ও গুরুতর সংকেত :

শরীরে দুটি কিডনির ৭০-৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই দেখা দিতে পারে বেশ কিছু উপসর্গ। শুরুতে হালকা মনে হলেও এগুলোই হতে পারে কিডনি সমস্যার বড় সতর্কবার্তা।

প্রাথমিক লক্ষণ যেগুলো এড়িয়ে যাওয়া ঠিক নয়:

  • অস্বাভাবিক দুর্বলতা বা ক্লান্তি
  • ক্ষুধা কমে যাওয়া বা খেতে অনীহা
  • কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব
  • ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা চুলকানি (চর্মরোগ ছাড়াই)
  • প্রস্রাবে দুর্গন্ধ হওয়া
  • প্রস্রাবের সময় জ্বালাপোড়া
  • প্রস্রাবে অস্বাভাবিক ফেনা তৈরি হওয়া
  • গুরুতর লক্ষণ যেগুলোতে সচেতন হওয়া জরুরি
  • তলপেটে বা কোমরে ব্যথা
  • নাভির দুই পাশে টান বা ব্যথা
  • চোখ, মুখ বা শরীর ফুলে যাওয়া (পানি জমার কারণে)

 এসব লক্ষণ অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়