ভারতের তিনটি কফ সিরাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জারি করেছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি এই সিরাপগুলোতে পাওয়া গেছে মারাত্মক মাত্রায় বিষাক্ত রাসায়নিক ডাইইথিলিন গ্লাইকল যার পরিমাণ অনুমোদিত সীমার প্রায় ৫০০ গুণ বেশি!
ডাব্লিউএইচও জানিয়েছে, এসব দূষিত ওষুধ শিশুদের মানসিক ও শারীরিকভাবে মারাত্মক ক্ষতি করতে পারে, এমনকি প্রাণহানির ঝুঁকিও রয়েছে। তাই দেশগুলোর স্বাস্থ্য কর্তৃপক্ষকে দ্রুত নজরদারি জোরদার ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সিডিএসসিও (ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা) নিশ্চিত করেছে, এই সিরাপগুলো পাঁচ বছরের নিচের শিশুদের দেওয়া হয়েছিল।
এদিকে, রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) নিশ্চিত করেছে এই দূষিত সিরাপগুলো মার্কিন বাজারে প্রবেশ করেনি।
বিশেষজ্ঞদের পরামর্শ: শিশুদের যেকোনো কফ সিরাপ দেওয়ার আগে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও অনুমোদন যাচাই করা জরুরি।