প্রকাশিত : ২৫ জুন, ২০২৫, ০৯:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিসির মতো কোনো পর্ষদ গঠনের প্রস্তাব বাদ দিলে প্রধানমন্ত্রীকে নিয়ে মেয়াদের প্রস্তাব বিবেচনা করতে পারে বিএনপি।

ছবিঃ সংগ্রহীত।

বিএনপি জানিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব—এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন—তারা মেনে নিতে প্রস্তুত, তবে শর্ত সাপেক্ষে। যদি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) কিংবা এ ধরনের কোনো পর্ষদ গঠন না করা হয়, যা নির্বাহী ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে, তাহলে তারা এই প্রস্তাব সমর্থন করবে।

আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠকের ষষ্ঠ দিনের আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, "যদি এনসিসির মতো কোনো সংস্থা গঠিত হয়, যা নির্বাহী কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে, তাহলে আমরা এই প্রস্তাব মানতে পারি না। সে ক্ষেত্রে আমরা আগের অবস্থানেই থাকব—এক ব্যক্তি ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেবল নির্বাহী বিভাগের ক্ষমতা সীমিত করেই একটি কার্যকর ও সুষ্ঠু সরকার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তার মতে, গণতন্ত্র শক্তিশালী হয় তখনই, যখন একটি দেশে সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা, শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান এবং স্বাধীন বিচার বিভাগ কার্যকরভাবে কাজ করে।

তিনি বলেন, “যে দেশে ফ্রিডম অব প্রেস (সংবাদমাধ্যমের স্বাধীনতা) বেশি, সে দেশেই গণতন্ত্র বেশি মজবুত হয়। এসব উপাদান নিশ্চিত না করে শুধু নির্বাহী বিভাগকে সংকুচিত করলেই রাষ্ট্র পরিচালনায় সুষ্ঠুতা আসবে—এমন ভাবনা বাস্তবসম্মত নয়।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি একটি স্বাধীন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয় এবং দুদকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি কার্যকর ও শক্তিশালী হয়—তবে সেগুলো গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে। এই প্রতিষ্ঠানগুলো ছাড়া গণতন্ত্র কখনোই টেকসই হতে পারে না।”

আজ রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আলোচনায় সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হলেও কোনো বিষয়ের ওপর চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো যায়নি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং মো. আইয়ুব মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়