মো হাফিজুর রহমান (গাজীপুর)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গবেষণার মানোন্নয়নে দুই দিনব্যাপী ‘গবেষণার যাত্রা: প্রস্তাবনা থেকে থিসিস লেখালেখি’ শীর্ষক কর্মশালা আজ শনিবার বিকেলে সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শিক্ষাবান্ধব পরিবেশে গবেষণার ধারা আরও শক্তিশালী করার লক্ষ্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বাউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়। এতে এমফিল ও পিএইচডি পর্যায়ের মোট ৭০ জন গবেষক অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। তিনি বলেন, “এই কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রস্তাবনা থেকে থিসিস লেখার প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন। এ অভিজ্ঞতা তাদের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি আশাবাদী।”
কর্মশালার রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোঃ শামীম, আইইউটি-এর অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. আব্দুল কাদের মুহাম্মদ মাসুম, এবং খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোঃ তরিকুল ইসলাম।
তারা পদ্ধতিগত সাহিত্য পর্যালোচনা, গবেষণা পদ্ধতি (গুণগত ও পরিমাণগত), এসপিএসএস ও পাইথনের প্রাথমিক ব্যবহার, গবেষণায় মেন্ডেলির প্রয়োগসহ থিসিস লেখার নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী, এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী গবেষকরা তাদের গবেষণা আরও মানসম্মত ও ফলপ্রসূ করতে সক্ষম হবেন।